শোম-ফাহামিদুলদের নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচ উপলক্ষে ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজে এই দল ঘোষণা করা হয়। প্রথমবারের মতো দলে রাখা হয়েছে ফাহামিদুল ইসলাম ও সামিত শোমকে।
সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে একই ভেন্যুতে ৪ জুন অবশ্য ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। আগামী ৩০ মে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। টিকিট বিক্রিও শেষ করার ঘোষণা দিয়েছে বাফুফে। এরই মধ্যে ইতালি থেকে বাংলাদেশে পৌঁছেছেন ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। ক্যাম্পে শুরু থেকেই থাকবেন তিনি।
ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেকে আলো ছড়ানো হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন ২ বা ৩ জুন। ৪ জুন আসার কথা কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা সামিত শোমের। যদিও শেফিল্ড ইউনাইটেডের হয়ে টানা ম্যাচ খেলা হামজা আর শোমের ভুটানের বিপক্ষে খেলার সম্ভাবনা কম।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: মোহাম্মদ শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইশা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: মোহাম্মদ রিদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত শোম
ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইবরাহিম, আল আমিন, সুমন রেজা।