মেসি-নেইমারদের পাশে শাহিনকে রাখল ফিফা

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৫, ১৬:০১
শেয়ার :
মেসি-নেইমারদের পাশে শাহিনকে রাখল ফিফা

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা, অন্যদিকে ক্রিকেটের তারকা শাহিন আফ্রিদি। আলাদা ঘরানার হলেও হলেও খেলার প্রচারের স্বার্থে শাহিনকে স্মরণ করল ফিফা। বসিয়েছে লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের মতো কিংবদন্তিদের পাশে। 

সামা টিভি, জিও সুপারসহ পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, নিজেদের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ফিফা শাহিনকে মেসি, নেইমার জুনিয়র এবং লুকা মড্রিচের পাশে রেখেছে। আর ক্যাপশনে লেখা ছিল ‘আইকনিক’। 

উপরের কিংবদন্তিদের মধ্যে একটি সাধারণ মিল হলো-তাদের সবাই দশ নম্বর জার্সি পরে থাকেন। আর ফিফা বিশ্বব্যাপী ক্রীড়া কিংবদন্তিদের উদযাপন করার উদ্দেশেই দশ নম্বর জার্সিধারীদের নিয়ে এই পোস্টটি দিয়েছে। যদিও ইনস্টাগ্রামে দেওয়া সেই পোস্টটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। 

মূলত, ফিফার উদ্দেশ্য ছিল আসন্ন ফিফা বিশ্বকাপের আগে পাকিস্তানি ভক্তদের খেলাটির সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়ানো। অবশ্য, ফিফার এমন কাজ ক্রিকেটার হিসেবে আফ্রিদির গ্রহণযোগ্যতাও ফুটিয়ে তুলছে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই তৃতীয়বারের মতো শাহিন আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। এর আগে, ২০২২ এবং ২০২৩ সালে পরপর দুইবার শিরোপা জেতেন তিনি। ৩টি পিএসএল শিরোপাজয়ী একমাত্র অধিনায়কও তিনি। 

সর্বাধিক পিএসএল শিরোপাধারী অধিনায়ক

শাজিন আফ্রিদি (লাহোর কালান্দার্স)- ৩

মিসবাহ-উল-হক (ইসলামাবাদ ইউনাইটেড)- ১

ড্যারেন স্যামি (পেশোয়ার জালমি)- ১

জেপি ডুমিনি (ইসলামাবাদ ইউনাইটেড)- ১

সরফরাজ আহমেদ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস)- ১

ইমাদ ওয়াসিম (করাচি কিংস)- ১

মোহাম্মদ রিজওয়ান (মুলতান সুলতানস)- ১

শাদাব খান (ইসলামাবাদ ইউনাইটেড)- ১