বাংলাদেশি ব্যাটারের হেলমেট ধরে টানাটানি দ. আফ্রিকার ইনোসেন্টের

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৫, ১৫:৩৫
শেয়ার :
বাংলাদেশি ব্যাটারের হেলমেট ধরে টানাটানি দ. আফ্রিকার ইনোসেন্টের

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে চলছে ৪ দিনের টেস্ট। আজ ম্যাচের দ্বিতীয় দিনে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশি ব্যাটার রিপন মণ্ডলকে মাঠে রীতিমতো হেনস্থা করে ছেড়েছেন প্রোটিয়া পেসার ইনোসেন্ট এনতুলি। 

ঘটনাটি ঘটেছে বাংলাদেশ ইনিংসের ১০৪তম ওভারে। প্রথম দিনে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বসা টাইগাররা শেষের দিকে দারুণ ব্যাট করেছে। প্রথম দিনে ৭ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনে দারুণ শুরু করে। এদিন এনতুলির করা প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এরপরই রিপনের দিকে এগিয়ে যান এনতুলি, ধাক্কাও দেন। রিপন এসময় এনতুলিকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রিপনের হেলমেট ধরে বেশ জোরেই টান দেন এনতুলি। এরপরও তাকে সরিয়ে দেন রিপন। পরে আম্পায়ার ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার এসে পরিস্থিতি শান্ত করেন। বিষয়টি আমলে নিয়েছেন ম্যাচ রেফারিও। 

প্রসঙ্গত, ম্যাচের প্রথম দিনে ৫৮ রানের মধ্যেই আউট হয়ে গিয়েছিলেন আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, শাহাদাত হোসেন দীপু, আরিফুল ইসলাম ও প্রীতম কুমার। পরে ম্যাচের হাল ধরেন ওপেনার মঈন খান ও ইফতেখার হোসাইন ইফতি। ষষ্ঠ উইকেটে ১৭৯ রান যোগ করেন তারা। 

দলীয় ২৩৭ রানে থামেন মঈন। তখন সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে তিনি। ৩ রান যোগ হতে ফেরেন ইফতেখারও। তবে ততক্ষণে ১০৯ রানের ইনিংস খেলে ফেলেছেন তিনি। তবে শেষের দিকে দারুণ ব্যাট করেছেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। শেষ তিন উইকেটে তারা ১৩০ রানের বড় সংগ্রহ যোগ করে। তাতে আজ দেড় সেশন ব্যাটিং করে ৩৭১ রানে বাংলাদেশ ইমার্জিং দল।