আনচেলত্তির ব্রাজিল দলে ফিরলেন কাসেমিরো-রিশার্লিসন-আলিসন

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৫, ১২:৫২
শেয়ার :
আনচেলত্তির ব্রাজিল দলে ফিরলেন কাসেমিরো-রিশার্লিসন-আলিসন

কার্লো আনচেলত্তিকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মঞ্চেই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করলেন তিনি। যেখানে রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা এই কিংবদন্তি দলে ফিরেছেন কাসেমিরো, রিশার্লিসন, আন্তোনি। চোট কাটিয়ে ফিরেছেন প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন। তবে ব্রাজিলের হয়ে ফেরার অপেক্ষা বাড়ল নেইমারের।

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবশেষ দল থেকে অনেকগুলো পরিবর্তন এনেছেন। কলম্বিয়া ম্যাচে মাথায় চোট পাওয়ার পর লিভারপুলে ফিরে যাওয়া অভিজ্ঞ গোলরক্ষক আলিসনের ফেরা অনুমিতই ছিল। তার সঙ্গে ফিরেছেন উগো সোসা। বাদ পড়েছেন ওয়েভের্তন ও লুকাস পেহি।

রিয়াল মাদ্রিদে যাকে দীর্ঘদিন কোচিং করিয়েছেন সেই কাসেমিরোকে জাতীয় দলে ফিরিয়েছেন আনচেলত্তি। সঙ্গে জায়গা দিয়েছেন আন্দ্রেয়াস পেরেইরাকে। বাদ পড়েছেন জোয়েলিন্তন। বাদ পড়েছেন গিয়ের্মে আরানা, গাব্রিয়েল মাগালিয়াইস ও মুরিলো।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে পাড়ি দেওয়া আন্তোনি স্প্যানিশ ক্লাবটিতে গিয়ে নিজেকে মেলে ধরে ফিরেছেন জাতীয় দলে। গার্বিয়েল মার্তিনেল্লি, মাথেউস কুইয়া ও রিশার্লিসনও ফিরেছেন দলে।

তবে বাদ পড়েছেন জোয়াও পেদ্রো, সাভিনিয়ো। রিয়ালের হয়ে শেষ কয়েকটি ম্যাচে না খেলা রদ্রিগোরও জায়গা হয়নি দলে। চোটের সঙ্গে নিত্য লড়াই করা নেইমারকে আপাতত দলে ডাকেননি আনচেলত্তি।

ইকুয়েডরের বিপক্ষে আগামী ৬ জুন খেলবে ব্রাজিল। পাঁচ দিন পর দেশের মাটিতে মুখোমুখি হবে প্যারাগুয়ের।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। ১৪ ম্যাচে দলটির পয়েন্ট ২১। ৩১ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা আর্জেন্টিনা এই অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, আলেক্সান্দ্রো রিবেইরো, বেরাল্দো, দানিলো, লিও ওরচিজ, মার্কিনিয়োস, কার্লোস আগুস্তো, ওয়েজলি, ভান্দেরসন।

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারাইস, আন্দ্রে, কাসেমিরো, জেহসন, এদেরসন

ফরোয়ার্ড: এস্তেভাও, এন্থনি, গাব্রিয়েল মার্তিনেল্লি, মাথেউস কুইয়া, রাফিনিয়া, ভিনিসিউস জুনিয়র, রিশার্লিসন।