জর্ডানে বাংলাদেশ নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৫, ১২:৪৪
শেয়ার :
জর্ডানে বাংলাদেশ নারী ফুটবল দল

জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার লক্ষ্যে দুটি ম্যাচ খেলবে সেখানে।

গতকাল বাংলাদেশ সময় রাত ১০টায় সবাই হোটেলে প্রবেশ করেছেন। মানসিক ও শারীরিকভাবে খেলোয়াড়দের সবাই ভালো অবস্থায় আছে বলে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আগামী শনিবার জর্ডান ও ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে আফঈদা খন্দকারের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

এ;কে গত বছর সাফ জয়ের পর প্রধান কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করা ১৮ জনের মধ্যে ৯ জন ফিরেছেন এবারের দলে।

তবে গত মার্চে আরব আমিরাত সফরের মতো এই দলেও ব্রাত্য সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাসুরা পারভীনদের মতো নির্ভরযোগ্য ও অভিজ্ঞরা।