আলোনসোর উত্তরসূরি হিসেবে লেভারকুজেনে টেন হাগ

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৫, ১৯:১৭
শেয়ার :
আলোনসোর উত্তরসূরি হিসেবে লেভারকুজেনে টেন হাগ

জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে যোগ দেওয়ার পর জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন তাদের নতুন প্রধান কোচ হিসেবে এরিক টেন হাগকে নিয়োগ দিয়েছে। এই ডাচ কোচ ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন।

টেন হাগের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল নেদারল্যান্ডসের এফসি উত্রেখটের মাধ্যমে। এরপর তিনি আয়াক্সের কোচ হিসেবে ২০১৮-২০১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দলকে নিয়ে যান এবং তিনটি ইরেডিভিসি শিরোপা জেতেন। ম্যানচেস্টার ইউনাইটেডে তার মেয়াদে তিনি লিগ কাপ ও এফএ কাপ জিতেছিলেন। তবে ২০২৪ সালের অক্টোবরে পারফরম্যান্সের অবনতি হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

লেভারকুজেনের স্পোর্টিং ডিরেক্টর সাইমন রলফেস টেন হাগের অভিজ্ঞতা ও ফুটবল দর্শনের প্রশংসা করেছেন। যা ক্লাবের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

টেন হাগের অধীনে লেভারকুজেনের সামনে একটি রূপান্তরের সময় আসছে। কেননা দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যেমন জেরেমি ফ্রিমপং ও ফ্লোরিয়ান ভির্টজ, ইংলিশ ক্লাবগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছেন।