স্পেন দলে ৬ বছর পর ইসকো

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৫, ১৮:৪৪
শেয়ার :
স্পেন দলে ৬ বছর পর ইসকো

ইসকো। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৬ বছর পর আবারও স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন ইসকো। সর্বশেষ ২০১৯ সালে আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়ার পর ৩৩ বছর বয়সী এই তারকা ইউরোপীয় নেশনস লিগের ফাইনাল পর্বে অংশ নিতে যাচ্ছেন।

ইসকোর সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এই সিদ্ধান্তকে ‘উপযুক্ত সময়’ বলে অভিহিত করেছেন।

ইসকো বর্তমানে রিয়াল বেতিসের হয়ে খেলছেন এবং ২০২৪–২৫ মৌসুমে ৩২ ম্যাচে ১২ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন। তার এই পারফরম্যান্স দলকে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছে। এই মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ১৯টি ম্যাচে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

আগামী ৫ জুন স্পেন জার্মানির স্টুটগার্টে ফ্রান্সের বিপক্ষে নেশনস লিগের সেমিফাইনাল খেলবে। এই টুর্নামেন্টে স্পেন বর্তমান চ্যাম্পিয়ন এবং দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে।