নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক
শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানোর মামলাগুলোর মধ্যে, সালমান এফ রহমান, আনিসুল হক ও পলককে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায়, আসাদুর রহমান কিরণকে উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান ও ইসতিয়াক মাহমুদ হত্যার দুই মামলায়, সালমান এফ রহমানকে গুলশান থানার একটি অপহরণ, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শ্রাবণ হত্যার মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ছাত্র জনতার সঙ্গে মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্স এলাকায় আন্দোলনে অংশ নেন বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ (২১)। আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতবছর ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী মিরপুর থানায় শেখ হাসিনাসহ ৪০৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আব্দুল ওয়াদুদ হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।