ইউরোপের শীর্ষ ৫ লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে খেলবে কারা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৫, ১২:২২
শেয়ার :
ইউরোপের শীর্ষ ৫ লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে খেলবে কারা

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এখনো অনুষ্ঠিত হয়নি। তবে এরই মধ্যে ইউরোপের শীর্ষ ৫ লিগের (লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি আ, বুন্দেসলিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান) খেলা শেষ হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত হয়েছে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলবে কারা। 

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। ৪ ম্যাচ হাতে রেখেই শিরোপা জেতে আর্না স্লটের দল। তবে সেখানে প্রতিযোগিতা ছিল সেরা পাঁচে থেকে কারা চ্যাম্পিয়নস লিগে খেলবে সেটা নিয়ে। সেরা পাঁচ দল হয়ে এবার প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়েছে লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। এছাড়া টটেনহাম ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলবে। 

প্রিমিয়ার লিগ থেকে ইউরোপা লিগ খেলবে অ্যাস্টন ভিলা, এছাড়া এফএ কাপ চ্যাম্পিয়ন হিসেবে ক্রিস্টাল প্যালেসও সুযোগ পেয়েছে। আর কনফারেন্স লিগে খেলবে নটিংহাম ফরেস্ট। 

লা লিগা থেকে সেরা ৫ দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ খেলবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও ও ভিয়ারিয়াল। এছাড়া ইউরোপা লিগে রিয়াল বেতিস ও সেল্তা ভিগো এবং কনফারেন্স লিগে খেলবে রায়ো ভায়োকানো। 

ইতালিয়ান সিরি ‘আ’ থেকে খেলবে নাপোলি, ইন্টার মিলান, আতালান্তা ও জুভেন্টাস। ইউরোপা লিগে দেখা যাবে এএস রোমা ও বোলোনিয়াকে (কোপা ইতালিয়াজয়ী)। কনফারেন্স লিগে খেলবে ফিওরেন্তিনা। জার্মান বুন্দেসলিগা থেকে চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়েছে বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও বরুসিয়া ডর্টমুন্ড। ইউরোপা লিগে খেলবে ফেইবুর্গ ও স্টুটগার্ট (জার্মান কাপের চ্যাম্পিয়ন হিসেবে)। কনফারেন্স লিগে খেলবে মাইনৎস। 

অন্যদিকে, ফরাসি লিগ ওয়ানে সরাসরি খেলবে পিএসজি, মার্সেই ও মোনাকো। এছাড়া চ্যাম্পিয়নস লিগ কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে নিস। এই লিগ থেকে ইউরোপা লিগে খেলবে লিল ও লিও। এছাড়া কনফারেনস্ লিগে দেখা যাবে স্ট্রাসবুর্গকে।