ক্যাচ মিসের মহোৎসব দেখল পিএসএল
আন্তর্জাতিক ক্রিকেটে বাজে ফিল্ডিংয়ের প্রসঙ্গ এলে শুরুতেই থাকবে পাকিস্তানের নাম। এবার ঘরোয়া ক্রিকেটেও এই নজির দেখাল দেশটি। সদ্য সমাপ্ত পিএসএলে ক্যাচ ও ফিল্ডিং মিসের মহোৎসব দেখা গেছে। যার তীব্র সমালোচনা করেছেন দর্শক-সমালোচকরা।
পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারে পিএসএল চলাকালে খেলোয়াড়রা মোট ৯৬টি ক্যাচ ফেলেছিলেন। এছাড়া সাধারণ ফিল্ডিং মিস ও ভুল করা ছিল নৈমিত্তিক ব্যাপার।
বিষয়টির ওপর গুরুত্বারোপ করে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ জানান, কেবল ক্যাচ মিসই নয় বরং মিস করা স্টাম্পিংও পিএসএলের ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি দাবি করেছেন, উইকেটরক্ষকরা টুর্নামেন্টজুড়ে ২৮ বার স্টাম্পিংয়ের সুযোগ মিস করেছেন, যার ফলে ব্যাটাররা গুরুত্বপূর্ণ আউট থেকে বাঁচতে পেরেছেন।
পিএসএলের ফিল্ডিংয়ের মান নজরে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট তারকাদেরও। মার্টিন গাপটিল, অ্যালিস্টার কুক এবং ডমিনিক কর্কের মতো সাবেক আন্তর্জাতিক তারকারা একটি ভিডিওর মাধ্যমে খেলোয়াড়দের সঠিকভাবে ক্যাচ নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন।