টসের ১০ মিনিট আগে বিমান থেকে নেমে লাহোরের একাদশে রাজা
২৪ ঘণ্টাও হয়নি ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজে স্বাগতিকদের বিরুদ্ধে টেস্ট খেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। সেখানে ৬৮ বল ৬০ রানের দারুণ একটি ইনিংসও খেলেন এই অলরাউন্ডার। সেই রাজাই আজ রাত সাড়ে আটটায় শুরু হওয়া পিএসএলের ফাইনালে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের লাহোরের বিমান ধরেছিলেন রাজা। টসের মাত্র ১০ মিনিট আগে বিমান থেকে অবতরণ করেন তিনি। লাহোর দলের দুইটি একাদশ প্রস্তুত করে রেখেছিল। একটি রাজাকে নিয়ে, অন্যটিতে ছিলেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত এই বাজিতে জিতলেন রাজাই।
চলতি পিএসএলে রাজা বারবার যাওয়া-আসার মধ্যে ছিলেন। আসরটির শুরু থেকে লাহোরের দলেই ছিলেন রাজা। ভারতের সঙ্গে চলতি মাসের শুরুতে সংঘাতের কারণে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার পর ইংল্যান্ডে দলের টেস্ট ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। পরে পেশোয়ার জালমির বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি ম্যাচের জন্য পাকিস্তানে যান। এরপর আবার টেস্ট খেলতে উড়াল দেন ইংল্যান্ডের উদ্দেশে। সেখান থেকে এবার পাকিস্তানে ফেরেন ফাইনালের উদ্দেশে।
জিম্বাবুয়ে মাত্র তিন দিনেই ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরে যায়। টেস্ট ম্যাচটি জিম্বাবুয়ে যদি আরেকটু টেনে নিয়ে যেতে পারত, তাহলে আর ফাইনাল খেলা হতো না রাজার। টসের সময়ও মাঠে পৌঁছাতে পারেননি তিনি। তবে ঠিকই ম্যাচ শুরুর আগে মাঠে হাজির হন এই লড়াকু ক্রিকেটার।