চাকরিই হারালেন পাকিস্তানের হেড কোচ হতে চাওয়া আজহার

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ২০:২৬
শেয়ার :
চাকরিই হারালেন পাকিস্তানের হেড কোচ হতে চাওয়া আজহার

কিছুদিন পরই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তার আগ কোচিং স্টাফে ব্যাপক পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মধ্যে সবচেয়ে বড় খবর, সহকারী কোচ আজহার মাহমুদকে বরখাস্ত করা হয়েছে। 

অথচ, এই মাসের শুরুতেই হেড কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন আজহার। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি অবশ্যই পাকিস্তানের হেড কোচ পদে আবেদন করতে যাচ্ছি।’ উল্লেখ্য, এর আগে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আজহার। 

জিও নিউজ জানায়, হেড কোচ হিসেবে মাইক হেসন নিয়োগ পাওয়ার পর বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার অ্যাশলে নফকে, ব্যাটিং কোচ হিসেবে হানিফ মালিক এবং টিম ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাভিদ আকরাম চিমাকে। 

কোচিং স্টাফে অন্যদের মধ্যে যুক্ত হয়েছেন মোহাম্মদ মাসরুর (ফিল্ডিং কোচ), ক্লিফ ডেকন (ফিজিওথেরাপিস্ট) এবং ইমরানুল্লাহ (স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ)। এছাড়াও আমূল পরিবর্তন আনা হয়েছে টিম অ্যানালিস্ট, টিম ডাক্তার, সিকিউরিটি ম্যানেজার, মেসিয়ার ও মিডিয়া ম্যানেজার পদে। 

বাংলাদেশ সিরিজ দিয়েই যাত্রা শুরু করতে যাচ্ছেন মাইক হেসন। গত ১৩ মে আকিফ জাভেদের পরিবর্তে তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। সবগুলো ম্যাচ্ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।