এত লজ্জা আগে পাননি রশিদ খান

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ১৯:৫৯
শেয়ার :
এত লজ্জা আগে পাননি রশিদ খান

খুব বেশি দিন আগের কথা নয়, রশিদ খানকে ধরা হতো টি-টোয়েন্টির সেরা বোলার। তবে সময়ের পরিক্রমায় সেই রশিদই নিজেকে হারিয়ে খুঁজছেন। চলতি আইপিএলে নিজের নামের প্রতি একদমই সুবিচার করতে পারছেন না তিনি। গুজরাট টাইটানস ভালো করলেও নিজের কাজটি করতে পারছেন না রশিদ। খারাপ খেলতে খেলতে গড়ে ফেলেছেন একটি লজ্জার রেকর্ডও। 

আইপিএলে এদিন গুজরাটের গ্রুপপর্বের শেষ ম্যাচের খেলা ছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারে গুজরাট। ৪ ওভার বল করে ৪২ রানের বিনিময়ে এক উইকেট পান রশিদ। হজম করেন তিনটি ছক্কা। এর মাধ্যমে আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা হজম করার রেকর্ড গড়লেন তিনি। ভাগ বসালের সতীর্থ মোহাম্মদ সিরাজের গড়া অনাকাঙ্ক্ষিত রেকর্ডে। 

চলতি মৌসুমে রশিদের বলে গুনে গুনে ৩১ বার সীমান দড়ির ওপর দিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন প্রতিপক্ষের ব্যাটাররা। ২০২২ সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩১টি ছক্কা হজম করেছিলেন সিরাজ। তবে গুজরাটের সামনে যেহেতু এখনো প্লে-অফের ম্যাচ বাকি, সেখানে খেললে সিরাজকেও ছাড়িয়ে যেতে পারেন রশিদ। 

২০১৭ সালে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছিল রশিদের। এর পর থেকে কখনো এত বাজে মৌসুম পার করেননি তিনি। এখনো পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ৫৩.৬৬ গড়ে ৯ উইকেট এই আফগান লেগ স্পিনারের। ২০২২ সালে গুজরাটে যোগ দিয়েই ১৯ উইকেট নিয়ে দলকে শিরোপা জিতিয়েছিলেন রশিদ। পরের মৌসুমে নেন আরও বেশি, ২৭ উইকেট। অথচ এবার নিজেকে হারিয়ে খুঁজছেন। 

১৩৫ আইপিএল ম্যাচে রশিদের উইকেট ১৫৮টি। ২৩.৬৩ গড় ও ওভারপ্রতি ৭ রান দিয়ে এই সংগ্রহ তার। গুজরাটের হয়ে এখনো পর্যন্ত ৫৯ ম্যাচে তার উইকেট ৬৫টি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতেন তিনি।