যুক্তরাজ্যের যে শহরে বিলাসবহুল প্রাসাদ কিনেছেন মদরিচ

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ১৮:৪৪
শেয়ার :
যুক্তরাজ্যের যে শহরে বিলাসবহুল প্রাসাদ কিনেছেন মদরিচ

রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে লুকা মদরিচ অধ্যায়। গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। নতুন কোন ক্লাবে তিনি থিতু হবেন, সেটি এখনো জানা যায়নি। তবে এরই মধ্যে খবর, যুক্তরাজ্যের ওয়েলসের সোয়ানসি শহরে ১ মিলিয়ন পাউন্ডেরও বেশি মূল্যে বিলাসবহুল প্রাসাদ কিনেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ কোটি টাকারও বেশি। 

পেশাদার ফুটবলকে এখনো বিদায় না বলা মদরিচ ওয়েলশ ক্লাব সোয়ানসি সিটির একটি অংশের মালিকানা কিনেছেন। তার পরেই ৩৯ বছর বয়সী এই ফুটবলার সোয়ানসিতে বিলাসবহুল পাঁচ শয়নকক্ষের প্রাসাদ কিনেছেন বলে জানায় দ্য সান। 

সম্প্রতি মদরিচকে নিজের কেনা ওই প্রাসাদের পাশে দেখা যায়। ফলে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয় কৌতুহল। ওই এলাকার একজন বাসিন্দা দ্য সানকে বলেন, ‘সোয়ানসিতে আমরা খুব বেশি তারকাদের দেখা পাই না, তাই তাকে আমাদের পাশে দেখতে পাওয়াটা একটু অবাক করার মতো ছিল। তবে সমুদ্র সৈকতের কাছে এটি একটি দুর্দান্ত বাড়ি এবং আমি নিশ্চিত যে সে গাওয়ার (দর্শনীয় একটি স্থান) এবং স্থানীয় রেস্তোরাঁগুলি ঘুরে উপভোগ করবে। আমার মনে হয় না মাদ্রিদে যত নাইটক্লাব আছে, আমাদের এলাকায় তত আছে। তবে আমাদের প্রচুর ভালো পাব আছে যেখানে তাকে (মদরিচ) ভালোভাবে স্বাগত জানানো হবে।’

প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে মদরিচের বিদায়ী ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয় পায় রিয়াল। ক্লাবটির সবচেয় সফল ফুটবলার হিসেবে এরপর বিদায় নেন মদরিচ। রিয়ালের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লীগ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি লা লিগা শিরোপা, দুটি স্প্যানিশ কাপ এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপসহ মোট ২৮টি শিরোপা জিতেছেন তিনি।