আলোনসোকে রিয়াল মাদ্রিদের কোচ ঘোষণা, কত বছরের চুক্তি
কার্লো আনচেলত্তির বিদায়ের পর জাবি আলোনসোই যে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসছেন, সেটি একপ্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। আজ রবিবার হয়ে গেল সেটিও। আনচেলত্তির বিদায়ের পরদিনই আলোনসোকে নিয়েগোর ঘোষণা দিল রিয়াল।
বায়ার লেবারকুসেনের সাবেক কোচ আলোনসোর সঙ্গে রিয়াল চুক্তি করেছে তিন বছরের জন্য। ২০২৮ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন তিনি। আগামীকাল সোমবার তাকে প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে রিয়াল।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের মাঝমাঠ সামলেছেন আলোনসো। সেসময় রিয়ালের কোচ ছিলেন এই আনচেলত্তি। পরের বছর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে ভেড়েন আলোনসো, সেখানেও সেই আনচেলত্তিই কোচ। এরপর কোচিংয়ে যোগ দেন আলোনসো। সোসিয়েদাদ ‘বি’ দলের হয়ে ডাগআউট সামলেছেন। ২০২২ সালে সোসিয়েদাদ ‘বি’ দল ছেড়ে লেভারকুসেনের দায়িত্ব নেন আলোনসো। তার হাত ধরেই জ্বলে ওঠে লেভারকুসেন। তিন মৌসুমেই ক্লাবটিকে এনে দেন তিনটি শিরোপা। অথচ আলোনসো আসার আগে এই শতাব্দীতেই শিরোপাহীন ছিল লেভারকুসেন।
গতকাল রিয়ালের হয়ে শেষবারের মতো ডাগআউটে দাঁড়ান আনচেলত্তি। ক্লাবটির ইতিহাসে তিনিই সবচেয়ে সফল কোচ। দুই মেয়াদে ছয় মৌসুম রিয়ালের ডাগআউটে সামলেছেন আনচেলত্তি। ১৫টি ট্রফি জিতে রিয়ালের সবচেয়ে সফল কোচ তিনিই। ১৪টি ট্রফি জিতেছিলেন প্রয়াত কোচ মিগুয়েল মুনোজ।
তবে, চলতি মৌসুমে ব্যর্থ হন তিনি। এরপরই নড়বড়ে হয় তার পদ। এবার লা লিগায় ৩৮ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় রিয়াল। এছাড়া কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও বার্সেলোনার কাছে হারে লস ব্লাঙ্কোসরা।