আইপিএল /

গুজরাট, পাঞ্জাব, বেঙ্গালুরু ও মুম্বাইয়ের সেরা দুইয়ে ওঠার সমীকরণ কী

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ১৬:০৪
শেয়ার :
গুজরাট, পাঞ্জাব, বেঙ্গালুরু ও মুম্বাইয়ের সেরা দুইয়ে ওঠার সমীকরণ কী

আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গ্রুপপর্ব শেষে সেরা দুইয়ে থাকার গুরুত্ব অনেক। পয়েন্ট টেবিলের প্রথম দুই দল প্রথম কোয়ালিফায়ার খেলে সরাসরি ফাইনালে যেতে পারে। হারলেও আরেক ম্যাচে সুযোগ পাওয়া যায়। তবে তিন কিংবা চার নম্বরে থাকলে খেলতে হয় এলিমিনেটর ম্যাচ। সেক্ষেত্রে হারলে তো বাদই, জিতলেও আবার খেলতে হয় প্রথম কোয়ালিফায়ারে হারা দলের বিপক্ষে। 

চলতি আইপিএলের গ্রুপপর্ব একদম শেষের দিকে। এরই মধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত হয়েছে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের। তবে দলগুলো এখন চাইছে সেরা দুইয়ে থাকতে। ১৪ ম্যাচের লিগ পর্বে সবগুলো দলই খেলেছে ১৩টি করে ম্যাচ। যেখানে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে গুজরাট। পাঞ্জাব ও বেঙ্গালুরু দুই দলেরই পয়েন্ট ১৭। তবে রান রেটে এগিয়ে থেকে দুইয়ে পাঞ্জাব আর তিনে বেঙ্গালুরু। ১৬ পয়েন্ট নিয়ে চারে মুম্বাই। তাদের রান রেট ওপরের তিন দলের চেয়েই অনেক ভালো। 

গুজরাট আজ খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। পাঞ্জাবের শেষ ম্যাচ মুম্বাইয়ের বিপক্ষে আর বেঙ্গালুরুর শেষ ম্যাচ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। আজ গুজরাট জিতলেই সবার শীর্ষে থাকা নিশ্চিত করবে। যদি হারে তাহলে ১৮ পয়েন্ট নিয়েও তাদের দুইয়ে থাকার সুযোগ আছে। সেক্ষেত্রে সে ক্ষেত্রে শেষ ম্যাচে হারতে হবে বেঙ্গালুরুকে।অন্যদিকে, সেরা দুইয়ে থাকতে পাঞ্জাবকে জিততেই হবে মুম্বাইয়ের বিপক্ষে। শুধু জিতলেই হবে না, শেষ ম্যাচে গুজরাট ও বেঙ্গালুরুর যেকোনো একটিকে হারতে হবে। তবে হেরে গেলে নেমে যেতে হতে পারে চতুর্থ স্থানে। 

তিনে থাকা বেঙ্গালুরুকে সেরা দুইয়ে থাকতে জয়ের কোনো বিকল্প নেই। পাশাপাশি গুজরাট এবং পাঞ্জাবের মধ্যে একটি দলকে তাদের শেষ ম্যাচ হারতে হবে। চতুর্থ স্থানে থাকা মুম্বাইয়ের সামনেও জয়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে গুজরাট অথবা বেঙ্গালুরুকে হারতে হবে শেষ ম্যাচে।