দিল্লির দারুণ জয়ে মোস্তাফিজের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ১১:১৫
শেয়ার :
দিল্লির দারুণ জয়ে মোস্তাফিজের রেকর্ড

আইপিএলের চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে  ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান অসাধারণ পারফরম্যান্স করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। যা তাকে বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বানিয়েছে।

জয়পুরে সাওয়াই মানসিংহ স্টেডিয়াম পাঞ্জাব কিংস টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ করে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৫৩ রান এবং মার্কাস স্টয়নিস ৪৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ পেসার মোস্তাফিজ ৪ ওভার ৩৩ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।

জবাবে দিল্লি ক্যাপিটালস ইনিংসের ৩ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দিল্লি ক্যাপিটালসের ওপেনাররা লোকেশ রাহুল (৩৫) এবং ফাফ ডু প্লেসিস (২৩), দলকে ভালো সূচনা এনে দেন। সামির রিজভি ২৫ বলে অপরাজিত ৫৮ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে ৩ উইকেট নেওয়ার মাধ্যমে মোস্তাফিজুর রহমান আইপিএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড গড়েছেন। তিনি সাকিব আল হাসানের ৬৩ উইকেটকে ছাড়িয়ে ৬৫ উইকেট নিয়েছেন।