দলের ভেতরের খবর ফাঁস না অন্যকিছু, কেন বাদ পড়লেন সরফরাজ
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়ার পর গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আলোচিত অভিষেক হয়েছিল সরফরাজ খানের। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ায় নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। তবে আসন্ন ইংল্যান্ড সফরে তাকে স্কোয়াডেই রাখেননি ভারতের নির্বাচকরা।
সরফরাজ দল থেকে বাদ পড়ায় ভারতীয় ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে বড় বিতর্ক। এমনকি ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়া সফরে পরাজয়ের পর ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বিসিসিআই পর্যালোচনা সভায় সরফরাজ সম্পর্কে এমন কিছু বলেছিলেন, হয়তো সেই কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া সফরে চরমভাবে ব্যর্থতার পর বিসিসিআই একটি পর্যালোচনা সভা করেছিল। সেই সময়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বৈঠকে সহকারী কোচ অভিষেক নায়ার এবং সরফরাজ খানের বিরুদ্ধে ড্রেসিং রুমের খবর বাইরে ফাঁস করার অভিযোগ এনেছিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। কাকতালীয়ভাবে, এর মাত্র তিন মাস পর চাকরি যায় অভিষেক নায়ারের। এবার বাদ পড়লেন সরফরাজও।
যদিও সরফরাজের দল না পাওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক অজিত আগারকার বললেন অন্য কথা, ‘বিরাট কোহলির অবসরের পর, আমরা ইংল্যান্ড সফরে মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান চেয়েছিলাম। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার কারণে করুণ নায়ারই ছিলেন এর জন্য সেরা পছন্দ। ইংল্যান্ডে কাউন্টি খেলার অভিজ্ঞতাও ওর রয়েছে। যেখানে সরফরাজ এখনও পর্যন্ত মাত্র ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন।’
ভারতের প্রধান নির্বাচক আরও বলেছেন, ‘আমি জানি যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সরফরাজ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু তার পরে রান করতে ওর অনেক সমস্যা হয়েছে। কখনও কখনও দলের ভালোর জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়।’
প্রসঙ্গত, ইংল্যান্ড সফর উপলক্ষে আজ শনিবার ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে ৩৭তম অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন শুভমান গিল। পাঁচ ম্যাচের এই টেস্ট সফরে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন রিশাভ পান্ত।