প্রিমিয়ার লিগে মৌসুম সেরা সালাহ, সিরি আ’য় ম্যাকটমিনে
আরও এক রাউন্ড বাকি থাকলেও প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত হয়েছে লিভারপুলের। শিরোপা পুনরুদ্ধারে অলরেডদের হয়ে বড় ভূমিকা রেখেছেন দলটির মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। পারপরম্যান্সের স্বীকৃতিও পেলেন তিনি। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সালাহ।
চলতি মৌসুমে লিভারপুলে যোগ দিয়েই শিরোপা জেতান ডাচ কোচ আর্না স্লট। চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে অলরেডরা। মৌসুমে এখনো পর্যন্ত ২৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার সালাহ। সবচেয়ে বেশি ১৮টি অ্যাসিস্টও তার।
গোল্ডেন বুটের লড়াইয়েও সবার ওপরে সালাহ। দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাকের চেয়ে পাঁচ গোল বেশি সালাহর। শেষ রাউন্ডে চরম নাটকীয় কিছু না হলে জিতবেন সালাহই। আর জিতলে তিনি স্পর্শ করবেন চারবার গোল্ডেন বুট জয়ী আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরিকে।
এদিকে, ইতালিয়ান সিরি আ’তে চ্যাম্পিয়ন নাপোলির ফুটবলার স্কট ম্যাকটমিনে মৌসুমসেরা নির্বাচিত হয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২২ বছরের সম্পর্ক চুকিয়ে গত আগস্টে আড়াই কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে নাপোলিতে যোগ দেন স্কটিশ এই মিডফিল্ডার। আর প্রথম মৌসুমেই বাজিমাত করলেন তিনি।
অভিষেক মৌসুমে ৩৪ ম্যাচ খেলে ১২টি গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। গতকাল শিরোপা নির্ধারণী ম্যাচেও দ্যুতি ছড়ান ম্যাকটমিনে। দুর্দান্ত গোল দিয়ে দলের জয়ে রাখেন বড় ভূমিকা।