জরিমানা গুনলেন কামিন্স ও পতিদার
স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হলো সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। গতকাল গ্রুপপর্বের ম্যাচে এই শাস্তির মুখোমুখি হন তারা।
আইপিএল কর্তপক্ষের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রথমবারের মতো স্লো ওভাররেটের মতো অপরাধ করায় কামিন্সকে ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। তবে দ্বিতীয়বারের মতো এই অপরাধ করায় ২৪ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে পতিদারকে। এছাড়া ইমপ্যাক্ট ক্রিকেটারসহ দলের অন্য ক্রিকেটারদের ৬ লক্ষ রুপি বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
এরই মধ্যে আইপিএলে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটানস, বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। তবে প্রথম কোয়ালিফায়ারে জায়গা পাওয়ার জন্য দলগুলোর মধ্যে এখন সেরা দুইয়ে থাকার লড়াই। গতকাল হায়দরাবাদের কাছে হেরে সেরা দুইয়ে থাকার সুবর্ণ সুযোগ অনেকটাই হারিয়েছে বেঙ্গালুরু।
গতকালের হার ছিল চলতি মৌসুমে ঘরের বাইরে বেঙ্গালুরুর প্রথম হার। অনাকাঙ্ক্ষিত এই হারে রানরেটও কমে গেছে বিরাট কোহলিদের। ফলে পাঞ্জাবকে দুইয়ে জায়গা দিয়ে তিনে নেমে যেতে হয়েছে দলটিকে। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে গুজরাট। সমান ম্যাচে ১৭ পয়েন্ট পাঞ্জাব ও বেঙ্গালুরুর। ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে মুম্বাই।