ইন্টারকে ১ পয়েন্ট পিছিয়ে রেখে চ্যাম্পিয়ন নাপোলি

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫, ০৯:৪৭
শেয়ার :
ইন্টারকে ১ পয়েন্ট পিছিয়ে রেখে চ্যাম্পিয়ন নাপোলি

ইতালিয়ান সিরি আ-তে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। ইন্টার মিলানকে মাত্র ১ পয়েন্টে পেছনে ফেলে শিরোপা জয় করে দলটি। শেষ রাউন্ডের ম্যাচে কালিয়ারিকে ২–০ গোলে পরাজিত করে নাপোলি।

ঘরের মাঠ দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়াম স্কট ম্যাকটমিনে প্রথমার্ধের শেষ মুহূর্তে একটি চমৎকার বাইসাইকেল কিকে গোল করেন, যা ছিল তার মৌসুমের ১২তম গোল। আর দ্বিতীয়ার্ধের শুরুতে রোমেলু লুকাকু গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এই জয় নিশ্চিত করে যে, ইন্টার মিলানের ২–০ জয়ও শিরোপা জয়ের জন্য যথেষ্ট নয়।

৩৮ ম্যাচে ২৪ জয় ও ১০ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করছে চ্যাম্পিয়ন নাপোলি। রানার্সআপ ইন্টার মিলানের পয়েন্ট ৮১।

নাপোলির এই ঐতিহাসিক জয় উদযাপন করতে শহরের রাস্তায় প্রায় ৪৫০,০০০ সমর্থক জড়ো হন। পিয়াজা দেল প্লেবিসিতো এবং স্টেডিয়ামের আশেপাশে আতশবাজি, রঙিন ধোঁয়া এবং সঙ্গীতের মাধ্যমে সমর্থকরা আনন্দ প্রকাশ করেন।