গুরুত্বপূর্ণ সময়ে পাঞ্জাবের অন্য দুই মালিকের সঙ্গে প্রীতির দ্বন্দ্ব

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫, ১৭:২৫
শেয়ার :
গুরুত্বপূর্ণ সময়ে পাঞ্জাবের অন্য দুই মালিকের সঙ্গে প্রীতির দ্বন্দ্ব

শেষের দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়েছে ৪টি দলের। এখন সেরা দুইয়ে থাকার লড়াই তাদের মধ্যে। যেই দৌড়ে গুজরাট টাইটানস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে আছে পাঞ্জাব কিংসও। তবে গুরুত্বপূর্ণ এই সময়ে অন্য দুই যৌথ মালিকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন পাঞ্জাবের অন্যতম মালিক ও সাবেক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। 

পাঞ্জাব কিংস দলের বেশির ভাগ মালিকানা রয়েছে কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার হাতে। সেই সংস্থার তিন মালিক প্রীতি জিনতা, মোহিত বর্মণ এবং নেস ওয়াদিয়া। প্রীতির ঝামেলা এই ওয়াদিয়া আর মোহিতের সঙ্গেই। এর মধ্যে ওয়াদিয়া আবার প্রীতির সাবেক প্রেমিক। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, নিলামের আগেও গন্ডগোল শুরু হয়েছিল মালিকপক্ষের মধ্যে। এবার আরও একবার মামলা করলেন প্রীতি। চণ্ডীগড় কোর্টে এই মামলা হয়েছে। প্রীতির অভিযোগ, নিয়ম না মেনে ২১ এপ্রিল একটি বৈঠক ডাকা হয়। নিয়ম মানা হচ্ছে না বলে ১০ এপ্রিল এই বৈঠকের বিরোধিতা করে মেইলও করেছিলেন বলেও জানিয়েছেন প্রীতি। কিন্তু তার আপত্তি মানা হয়নি।

বৈঠকটি ডেকেছিলেন ওয়াদিয়া ও মোহিত। সেখানে পরে উপস্থিত হন প্রীতিও। কিন্তু সেই বৈঠককে বেআইনি বলে ঘোষণা করার আবেদন করেছেন তিনি। ওই বৈঠকে নেওয়া সব সিদ্ধান্তও বাতিল করার আবেদন করেছেন। প্রীতি এক্ষেত্রে পাশে পেয়েছেন পাঞ্জাব কিংসের আরেক মালিক করণ পলকে।

এর আগে, গত বছরের আগস্টেও মোহিতদের বিরুদ্ধে মামলা করেছিলেন প্রীতি। সেই সময় তিনি অভিযোগ করেন, মোহিত বেআইনিভাবে মালিকানা বিক্রি করে দিতে চাইছেন।