ভোর ৪টা পর্যন্ত বুনো উল্লাস, ম্যাগুয়েরকে অশ্রাব্য গালাগালি টটেনহ্যাম ফুটবলারদের
দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে শিরোপার ছোয়া পেয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। ইউরোপা লিগের ফাইনালে প্রিমিয়ার লিগেরই আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উদযাপনে মাতে উত্তর লন্ডনের এই ক্লাবটির খেলোয়াড়-ভক্তরা। তবে উদযাপনে অনেকক্ষেত্রেই বাড়াবাড়ি করে ফেলেছে ক্লাবটি।
জনপ্রিয় গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ইউরোপা লিগ জয়ের পর ভোর ৪টা পর্যন্ত ‘পার্টি’ করেছেন টটেনহ্যামের ফুটবলাররা। এসময় ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তারা। মূলত, খেলার শেষদিকে ম্যাগুয়েরের সঙ্গে ঝামেলা হয় স্পার্সের ক্রিশ্চিয়ান রোমেরোর। এই কারণেই লক্ষ্যবস্তু করা হয় ম্যাগুয়েরকে।
বুনো উদযাপনে স্পার্সকে নেতৃত্ব দেন জেমস ম্যাডিসন ও লুকাস বার্গভাল। স্পার্সের খেলোয়াড়রা ইংল্যান্ডের সেন্টার ব্যাক ম্যাগুয়েরকে কটূক্তি করার জন্য গালা ১৯৯৭ সালের হিট 'ফ্রিড ফ্রম ডিজায়ার' গানের কথাও বিকৃত করেন।
টটেনহ্যামের উল্লাস। ছবি: সংগৃহীত
চেঞ্জিং রুমে উচ্ছ্বসিতভাবে উদযাপনের মধ্য দিয়ে পার্টি শুরু হয়েছিল। খেলোয়াড়রা যাতে ভালোভাবে উপভোগ করতে পারে সেজন্য ড্রেসিংরুমে দেওয়া হয়েছিল বিয়ারের ক্রেট। এছাড়াও ছিল শ্যাম্পেনের বোতল। যার মধ্যে বেশ কয়েকটি অবশ্য স্প্রে করা হয়। সেই সময় অধিনায়ক সন হিউং-মিন আবারও ট্রফি তুলে ধরেন।
অবশ্য বেশিক্ষণ পার্টিতে মেতে থাকার সুযোগ নাই টটেনহ্যামের। আগামী রবিবার দলটি তাদের প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে। ৩৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দলটি লিগ টেবিলে ২০ দলের মধ্যে ১৭ নম্বরে আছে।