সবচেয়ে প্রিয় গোল কোনটি, জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫, ১৩:০৫
শেয়ার :
সবচেয়ে প্রিয় গোল কোনটি, জানালেন মেসি

ক্রিস্টিয়ানো রোনালদোর পরই ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। জাতীয় দল, বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির মতো ক্লাবে নান্দনিক সব গোল দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। বাঁ পায়ে বিশেষ দক্ষতাসম্পন্ন মেসির দুর্বলতা হেডে। 

অথচ, নিজের সবচেয়ে প্রিয় গোলের কথা উল্লেখ করতে হেডে দেওয়া একটি গোলকেই বেছে নিলেন মেসি। মাথা ছুঁইয়ে মাত্র ২৮ গোল আদায় করেছেন তিনি। যেখানে তার প্রতিদ্বন্দ্বী রোনালদোর গোল ১৫৪টি। তাই মেসির এই উত্তর চমকে দিয়েছে অনেককে। 

মেসি বেছে নিয়েছেন ২০০৯ সালে নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দেওয়া হেড গোলকে। ওই ম্যাচের ৭০ মিনিটে ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গা থেকে ক্রস করেন জাভি হার্নান্দেজ। অরক্ষিত মেসি লাফিয়ে উঠে হেড দিয়ে দুর্দান্ত গোলটি আদায় করেন। 

সেই গোল বেছে নেওয়ার কারণ হিসেবে মেসি বলেন, ‘আমার অনেক গোল আছে যেগুলো সম্ভবত এই গোলের চেয়ে অনেক সুন্দর এবং অনেক বেশি মূল্যবান। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা এই হেডারটিই আমার সব সময়ের পছন্দের।’

মূলত, বর্তমান ক্লাব ইন্টার মায়ামি ফাউন্ডেশনের নেতৃত্বে ‘গোল ইন লাইফ’ নামের দাতব্য কাজের জন্য এই গোল বেছে নিয়েছেন মেসি। এই গোলটিকে এখন চিত্রকর্মে রূপ দেওয়া হবে এবং এরপরই সেই চিত্রকর্মকে দাতব্য কাজের জন্য নিলামে তোলা হবে। সেখানে মেসি ও শিল্পী রেফিক আনাদোলের স্বাক্ষর থাকবে। আগামী ১১ জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচন করা হবে। এই নিলাম শেষ হবে আগামী ১১ জুলাই।