প্রিমিয়ার লিগের দুইটি ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন রদ্রিগোর এজেন্ট
রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন, এই গুঞ্জন বাতাসে বহুদিন ধরেই ভাসছে। এবার সূত্রের বরাত দিয়ে জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইট গোল ডটকম জানালো, এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের দুইটি ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন রদ্রিগোর এজেন্ট।
স্প্যানিশ সাংবাদিক আন্তোন মিয়ানা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ এরই মধ্যে ডিন হুইসেন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং আলভারো ক্যারেরাসসহ কয়েকজন ফুটবলারকে দলে ভেড়াচ্ছে। তবে ফিনান্সিয়াল ফেয়ার প্লে বজায় রাখতে খেলোয়াড় বিক্রিও করতে হবে তাদের।
এই পটভূমিতে আলোচনায় এসেছে রিয়ালে রদ্রিগোর ভবিষ্যৎ। জানা গেছে, ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রতি আগ্রহী ইংল্যান্ডের ক্লাবগুলো। স্কাই স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, এরই মধ্যে আর্সেনাল ব্রাজিলিয়ান এই ফুটবলারকে পেতে চাইছে। তবে তারাই শুধু নয়, ইংলিশ আরও দুইটি ক্লাবের সঙ্গেও যোগাযোগ করেছেন রদ্রিগোর এজেন্ট। চেলসিও নাকি তাকে পেতে আগ্রহী।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, রদ্রিগোর বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ১০০ মিলিয়ন ইউরো। তবে ক্লাবগুলোর হিসেবে তার মূল্য আরেকটু কম, ৮০ মিলিয়ন ইউরোর মতো।
এদিকে, নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা থাকলেও রদ্রিগো এখনো কোনো সিদ্ধান্ত নেননি। ২০২৮ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চু্ক্তি আছে তার। তবে এই মৌসুমের পর আর রিয়ালে থাকছেন না কার্লো আনচেলত্তি। নতুন কোচ হিসেবে আসবেন জাবি আলোনসো। তার পরিকল্পনায় রদ্রিগো থাকবেন কি না, সেটি জানতে আলোনসোর সঙ্গে নাকি কথা বলতে চান রদ্রিগো। সেই আলোচনার পরই তিনি ভবিষ্যৎ নিয়ে ভাববেন।