বুমরাহর সঙ্গে হাত মেলানোর আগে ‘স্যানিটাইজার’ লাগিয়ে আলোচনায় নীতা

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, ১৬:৫৩
শেয়ার :
বুমরাহর সঙ্গে হাত মেলানোর আগে ‘স্যানিটাইজার’ লাগিয়ে আলোচনায় নীতা

আইপিএলে গতকাল বুধবার মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শেষ হওয়ার পর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। মুম্বাইয়ের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর আগে তাদের হাত স্যানিটাইজার (জীবাণুনাশক) দিয়ে হাত পরিষ্কার করিয়ে নিচ্ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক নীতা আম্বানি। তার এই কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। 

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কোভিড-১৯ তথা করোনাভাইরাসের আক্রমণ থেকে বাঁচতেই এই পদ্ধতি অবলম্বন করেছেন নীতা। সম্প্রতি ভারতে কোভিড সংক্রমণের হার বাড়ছে। কিছুদিন আগে এই ভাইরাসের কারণে খেলতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্রাভিস হেড।

গতকাল দিল্লিকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। তখন মাত্র খেলা শেষ হয়েছে। ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলতে মাঠে নেমে এসেছিলেন নীতা। বুমরাহের সামনে গিয়ে তিনি স্যানিটাইজারের বোতল এগিয়ে দেন। বুমরাহ হাত শুদ্ধ করে নেওয়ার পর নীতা হাত মেলান।

ঘটনার শেষ সেখানেই নয়। স্যানিটাইজার হাতে ঘুরতে দেখা গেছে মুম্বাইয়ের আরেক পেসার দীপক চাহারকে। সতীর্থ ছাড়াও দিল্লির ক্রিকেটারদেরও হাত পরিষ্কার করে নিতে বলেছিলেন তিনি। এছাড়া, মাঠকর্মীদের সঙ্গে হাত মেলানোর বদলে কব্জি ঠেকিয়ে অভিবাদন জানান মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া।