ছিটকে যাওয়ার পর জরিমানাও গুনতে হচ্ছে দিল্লির পেসারকে
আচরণবিধি লঙ্ঘনের জন্য দিল্লি ক্যাপিটালসের পেসার মুকেশ কুমারকে তার ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। গতকাল বুধবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দিল্লি। এমন ম্যাচে এই শাস্তি পান মুকেশ।
আইপিএল আচরণবিধির ২.২ ধারার অধীনে লেভেল-১ অপরাধের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী, ‘একটি ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, গ্রাউন্ড সরঞ্জাম বা ফিক্সচার এবং ফিটিংসের অপব্যবহার’ করলে সেটি অপরাধ। আইপিএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মুকেশ তার অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি ড্যানিয়েল মনোহরের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
বল হাতে গতকাল কঠিন সময় গেছে মুকেশের। ৪ ওভারের কোটা পূর্ণ করে ২ উইকেট পেলেও ৪৮ রান দিয়েছেন তিনি। এর মধ্যে ১৯তম ওভারেই তিনি খরচ করেছেন ২৭ রান। শেষের দিকের এই রানবন্যার কারণেই স্কোরবোর্ডে ১৮০ রান তোলে মুম্বাই। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি খেই হারায়। ১৮.২ ওভারেই ১২১ রানে অলআউট হয়ে যায় তারা।
এবারের আইপিএলে দিল্লির ১৩টি ম্যাচের মধ্যে ১১টি খেলেছেন মুকেশ। যেখানে ১১টি উইকেট নিয়েছেন তিনি। কিন্তু এজন্য তাকে গড়ে ৩২.৬৩ রান খরচ করতে হয়েছে। তার ইকোনমি রেট ১০.১১। দিল্লি এখনো পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে এবং ছয়টিতে হেরেছে। ১৩ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে।