পিএসএল থেকে আরও এক ক্রিকেটার আইপিএলে

​ স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, ১৬:০৩
শেয়ার :
পিএসএল থেকে আরও এক ক্রিকেটার আইপিএলে

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে টুর্নামেন্টের আগেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার করবিন বশ। এরপর টুর্নামেন্টের মাঝপথে কুশল মেন্ডিসসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে পিএসএল থেকে দলে ভেড়ায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় এবার পিএসএল থেকে আইপিএলে ভিড়ছেন কিউই ক্রিকেটার টিম সেইফার্ট। 

সেইফার্টকে দলে নিয়েছে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জ্যাকব বেথেলের জায়গায় তাকে বিবেচনা করা হয়েছে। জাতীয় দলের দায়িত্ব পালন করতে আইপিএল ছাড়তে হচ্ছে বেথেলকে। আগামী ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ খেলার পরই বেঙ্গালুরু ছাড়বেন বেথেঃল। আর সেইফার্ট দলে যোগ দেবেন ২৪ মে। ২ কোটি রুপির বিনিময়ে তাকে দলে ভেড়ানো হচ্ছে। 

এর আগেও আইপিএল খেলার অভিজ্ঞতা আছে সেইফার্টের। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্স ও ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। 

আইপিএলে ১২ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে বর্তমানে দুইয়ে আছে বেঙ্গালুরু। গ্রুপপর্বে এখনো তাদের দুই ম্যাচ বাকি। হায়দরাবাদের বিপক্ষে খেলার পর আগামী ২৭ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে তারা। দুইটি ম্যাচ জিতেই সেরা দুইয়ে থাকতে চাইছে তারা। 

বেঙ্গালুরু আগেও খেলোয়াড় পরিবর্তন করেছে। দেবদূত পাডিক্কালের পরিবর্তে দলে নিয়েছিল মায়াঙ্ক আগারওয়ালকে।