আইরিশদের কাছে বিধ্বস্ত উইন্ডিজ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে বিধ্বস্ত করেছে আয়ারল্যান্ড। পূর্ণ সদস্য দলের বিপক্ষে আইরিশদের এটি সবচেয়ে বড় জয়।
ডাবলিনে আয়ারল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান করে। অ্যান্ডি বালবির্নি ১৩৮ বলে ১১২ রান করে দলের ইনিংসের মূল ভিত্তি স্থাপন করেন। হ্যারি টেক্টর ৫১ বলে ৫৬ রান। পল স্টার্লিং ৬৪ বলে ৫৪ রান করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৪.১ ওভারে ১৭৯ রানে অলআউট হয়। রোস্টন চেজ ৫৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন।
ব্যারি ম্যাকার্থি ৮ ওভারে ৩২ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে আয়ারল্যান্ডের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন।
এই জয়ের ফলে আয়ারল্যান্ড তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ২৩ মে ক্লনটার্ফে অনুষ্ঠিত হবে।