আইপিএল খেলা আর্চার ছিটকে গেলেন, ইংল্যান্ড দলে নতুন মুখ
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নিয়মিতই খেলেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। তবে জাতীয় দলের দায়িত্ব পালন করতে নেমেই ইনজুরিতে পড়েছেন এই গতি তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বিবৃতি অনুযায়ী, ডান হাতের বুড়ো আঙুলে চোট লেগেছে আর্চারের। আগামী দুই সপ্তাহের মধ্যে মেডিকেল বোর্ড তার অবস্থার পুনঃমূল্যায়ন করবে, এরপরই জানা যাবে আবার কবে খেলায় ফিরতে পারবেন তিনি।
এদিকে, আর্চারের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে ল্যাঙ্কাশায়ারের পেসার লুক উডকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত বল করেছেন এই পেসার। যার কারণে নাহিদ রানাও জালমির স্কোয়াডে জায়গা পাননি।
উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২৯ মে বার্মিংহামে শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে ১ এবং ৩ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), লুক উড, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, জো রুট ও জেমি স্মিথ।