তানজিদের সুখবর, মোস্তাফিজ-লিটনদের উন্নতি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে অনাকাঙ্ক্ষিতভাবে হেরে গেছে বাংলাদেশ। তবে এমন হারের পরও বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সবচেয়ে বড় লাফ দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। এই প্রথম আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে সেরা এক শ’তে ঢুকে পড়েছেন তিনি।
আজ বুধবার আইসিসি প্রকাশিত হালনাগাদে দেখা যায়, ২৯ ধাপ এগিয়ে ৯৮ নম্বরে উঠে এসেছে তানজিদ। সিরিজের প্রথম ম্যাচে ৯ বলে ১০ রান করলেও দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। এর মধ্যে ৮টি চারের পাশাপাশি হাঁকান ৩টি ছক্কা। যদিও প্রথম ম্যাচে ৯ ছক্কা ও ৫ চারে ৫৪ বলে ঠিক ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলা বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন এখনো সেরা এক শ’তে ঢুকতে পারেননি।
এদিকে, ব্যাটে তেমন রান না পেলেও উন্নতি হয়েছে জাকের আলী ও লিটন দাসদের। দুই ম্যাচে যথাক্রমে ১৩ ও ১৮ রান করে ৬ ধাপ এগিয়ে কিপার-ব্যাটার জাকেরের অবস্থান এখন ৮২ নম্বরে। আর ১১ ও ৪০ রান করা অধিনায়ক লিটন এক ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছেন। দুই ম্যাচে ২০ ও ৪৫ রান করা মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপের সঙ্গে যৌথভাবে ২৯ নম্বরে আছেন
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে অগ্রগতি হয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরিফুল ইসলামের। এক ধাপ করে এগিয়েছেন তারা। প্রথম ম্যাচে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের অবস্থান এখন ২৫তম। দুই ম্যাচে মোট ৩ উইকেট নিয়ে তানজিম আছেন ৪০ নম্বরে। আর দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেওয়া শরিফুল এখন ৭৬তম স্থানে।
টি-টোয়েন্টির ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আর অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।