মাঠ বদলের অনুরোধ মোস্তাফিজদের দিল্লি মালিকের
আইপিএলে আজ বুধবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। তবে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বিসিসিআইকে ইমেল পাঠিয়ে ভেন্যু বদলের অনুরোধ করলেন দিল্লির মালিক পার্থ জিন্দাল। মুম্বাইয়ে বৃষ্টির পূর্বাভাস থাকার কারণেই এই অনুরোধ করেছেন তিনি।
দিল্লির জন্য আইপিএলের প্লে-অফের দৌড়ে থাকতে হলে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। মোট কথা তাদের জিততেই হবে। কিন্তু ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে সমস্যায় পড়বে তারা। সুবিধা হবে মুম্বাইয়ের। তখন মুম্বাইয়ের হবে ১৫ পয়েন্ট। দিল্লির ১৪ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকাও মুম্বইয়ের পক্ষে যাবে।
ভারতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী চার দিনের জন্য মুম্বাইয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঠিক যে ভাবে বৃষ্টির জন্য বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচ লখনউয়ে সরানো হয়েছে, সে ভাবেই মুম্বাই-দিল্লি ম্যাচ অন্যত্র সরানোর অনুরোধ করেছেন জিন্দাল।
জিন্দাল লিখেছেন, ‘মুম্বাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভবত মুম্বাই-দিল্লি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে। বেঙ্গালুরু থেকে ম্যাচ সরানোর পর বোর্ডের উচিত ধারাবাহিকতা দেখানো। লিগের স্বার্থে এই ম্যাচ অন্য কোথাও সরিয়ে দেওয়ার অনুরোধ করছি।’
এদিকে জিন্দাল চিঠি লিখলেও এত কম সময়ে আইপিএলের ম্যাচ সরিয়ে ফেলা সম্ভব নয়। দুই দলই এখন মুম্বাইয়ে রয়েছে। মাঠ বদলাতে হলে ম্যাচের দিনও বদলাতে হতে পারে, যা এই মুহূর্তে অসম্ভব বলেই মনে করা হচ্ছে। একাংশের ধারণা, বোর্ডের নতুন নিয়মের সুবিধা পেতে পারে দিল্লি। তাতেও ম্যাচ না হলে বোর্ডের কিছু করার নেই।