আমিরাতের বিপক্ষে যেমন হতে পারে টাইগারদের একাদশ

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৫, ১২:৪৮
শেয়ার :
আমিরাতের বিপক্ষে যেমন হতে পারে টাইগারদের একাদশ

তিন ম্যাচ সিরজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সিরিজের প্রথম দুই ম্যাচ ইতোমধ্যে সমতায় রয়েছে। যে কারণে সিরিজের বাড়তি যোগ ম্যাচটিই হয়ে উঠেছে অলিখিত ফাইনাল।

সিরিজের এই ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে একাধিক বদল। আগের ম্যাচে পায়ের সমস্যায় থাকা পারভেজ হোসেন ইমন এদিন থাকতে পারেন একাদশে। এছাড়া হাসান মাহমুদের ফেরার সম্ভবনা রয়েছে।

বরাবরের মতোই তিন পেসার এবং ২ স্পিনার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে থাকছেন শামীম পাটোয়ারি।

বাংলাদেশের সম্ভব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হ্রদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।