বিশ্বকাপ ও ইউরো জয়ী স্প্যানিশ গোলরক্ষকের অবসর

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৫, ০৮:৫৯
শেয়ার :
বিশ্বকাপ ও ইউরো জয়ী স্প্যানিশ গোলরক্ষকের অবসর

২০১০ বিশ্বকাপ জয়ের পর মেয়ের সঙ্গে ট্রফি হাতে পেপে।

৪২ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা। তিনি বর্তমানে ইতালির সিরি আ ক্লাব কোমোতে খেলছেন এবং ২৩ মে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে বলে জানিয়েছেন।

বার্সেলোনার যুব একাডেমি থেকে উঠে আসা পেপে রেইনা ১৯৯৯ সালে পেশাদার ফুটবল শুরু করেন। এরপর তিনি ভিয়ারিয়াল, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, নাপোলি, এসি মিলান, লাজিও, অ্যাস্টন ভিলা এবং সর্বশেষ কোমো ক্লাবে খেলেছেন।

২০০৫ সালে লিভারপুলে যোগ দিয়ে তিনি ক্লাবের হয়ে ৩৯৪টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি এফএ কাপ, লিগ কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপ জয় করেন। তিনটি মৌসুমে পরপর প্রিমিয়ার লিগ গোল্ডেন গ্লাভ পুরস্কার অর্জন করেন।

স্পেন জাতীয় দলের হয়ে রেইনা ৩৬টি ম্যাচ খেলেছেন। তিনি ২০১০ সালের বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ছিলেন।

অবসরের পর রেইনা ভিয়ারিয়াল ক্লাবের যুব দলের কোচ হিসেবে কাজ শুরু করবেন। তিনি জানিয়েছেন, ফুটবলের প্রতি তার ভালোবাসা অব্যাহত থাকবে এবং তিনি নতুন প্রজন্মের খেলোয়াড়দের গড়ে তুলতে চান।