ইতিহাদে ডি ব্রুইনের বিদায়ী ম্যাচে ম্যানসিটির দারুণ জয়

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৫, ০৮:৪৫
শেয়ার :
ইতিহাদে ডি ব্রুইনের বিদায়ী ম্যাচে ম্যানসিটির দারুণ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৭তম রাউন্ডে বোর্নমাউথকে ৩-১ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দলের কিংবদন্তি কেভিন ডি ব্রুইনের এটি শেষ ম্যাচে। এই জয়ে সিটি প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে উঠে এসেছে এবং চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনের সম্ভাবনা আরও জোরদার করেছে।

ম্যাচের ১৪তম মিনিটে ওমর মারমুশ দুর্দান্ত ৩০-গজ দূর থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন। ৩৮তম মিনিটে বার্নার্ডো সিলভা দ্বিতীয় গোল করেন। ৮৯তম মিনিটে বদলি খেলোয়াড় নিকো গঞ্জালেজ তার প্রথম প্রিমিয়ার লিগ গোল করে সিটির জয় নিশ্চিত করেন। বোর্নমাউথের শেষ দিকে ড্যানিয়েল জেবিসন সান্ত্বনার গোল করেন।

এদিন ম্যাচে উভয় দলই ১০ জনে পরিণত হয়। সিটির মাতেও কোভাচিচ ৬৭ মিনিটে এবং বোনমাউথের লুইস কুক ৭৩ মিনিটে লাল কার্ড দেখেন।

ডি ব্রুইন তার ১০ বছরের সিটি ক্যারিয়ারের শেষ হোম ম্যাচে আবেগঘন বিদায় নেন। ম্যাচের আগে তাকে গার্ড অব অনার, একটি ভিডিও ট্রিবিউট এবং ৬০ ফুট লম্বা টিফো দিয়ে সম্মান জানানো হয়। ম্যাচের ৬৯তম মিনিটে তিনি বদলি হয়ে মাঠ ছাড়েন এবং দর্শকদের কাছ থেকে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন। পেপ গার্দিওলা চোখের পানি ধরে রাখতে পারেননি। ক্লাব ঘোষণা করেছে যে ডি ব্রুইনের সম্মানে একটি মূর্তি স্থাপন করা হবে।

এছাড়া স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি দীর্ঘ ৮ মাস পর চোট কাটিয়ে মাঠে ফেরেন। তিনি ৮২ মিনিটে মাঠে নামেন এবং দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান।

এই জয়ে ম্যানচেস্টার সিটি ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। তাদের এক ম্যাচ বাকি রয়েছে, এবং চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনের দৌড়ে তারা নিজেদের ভাগ্য নিজেদের হাতে রেখেছে। অন্যদিকে, বোর্নমাউথের ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার আশা এই পরাজয়ে শেষ হয়েছে।