ফিলিস্তিনপন্থী পোস্টের জেরে চাকরি হারালেন ইংলিশ কিংবদন্তি!
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্রিটিশ ফুটবল কিংবদন্তি ও দীর্ঘদিনের বিবিসি উপস্থাপক গ্যারি লিনেকার ফিলিস্তিনপন্থী একটি পোস্ট করেন। তবে এরপরই বিতর্কের মুখে বিবিসি থেকে পদত্যাগ করেছেন তিনি।
সাবেক তারকা স্ট্রাইকার তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘জায়নিজম এক্সপ্লেইন্ড ইন টু মিনিটস’ শিরোনামের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে একটি ইঁদুরের ছবি ছিল। ইঁদুর চিত্রটি ঐতিহাসিকভাবে ইহুদি বিরোধী প্রচারণায় ব্যবহৃত হওয়ায়, এটি অনেকের কাছে আপত্তিকর মনে হয়।
পরে সমালোচনার মুখে লিনেকার পোস্টটি মুছে ফেলেন এবং বলেন, তিনি ইঁদুরের চিত্রটির প্রতীকী অর্থ সম্পর্কে অবগত ছিলেন না এবং এটি ইচ্ছাকৃত ছিল না। তিনি বলেন, ‘আমি যে কষ্ট ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছি, তা স্বীকার করছি এবং আবারও দুঃখ প্রকাশ করছি। এখন সরে দাঁড়ানোই দায়িত্বশীল পদক্ষেপ বলে মনে হচ্ছে।’
এই ঘটনার পর বিবিসি ও লিনেকার পারস্পরিক সমঝোতায় সিদ্ধান্ত নেন যে, তিনি সংস্থাটির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানের চলতি মৌসুমের শেষ পর্বে উপস্থাপনার পর বিবিসি থেকে সরে দাঁড়াবেন। এর ফলে, তিনি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ও এফএ কাপের কভারেজেও আর থাকবেন না।
অবশ্য লিনেকার এর আগেও সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছেন। ২০২৩ সালে যুক্তরাজ্যের অভিবাসন নীতির সমালোচনা করে তিনি বিবিসির পক্ষপাতহীনতা নীতিমালার লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ওঠে এবং তাকে সাময়িকভাবে উপস্থাপনা থেকে বিরত রাখা হয়।
বিবিসি থেকে সরে দাঁড়ালেও, লিনেকার তার নিজস্ব পডকাস্ট প্রোডাকশন কোম্পানি 'গোলহ্যাঙ্গার'-এর মাধ্যমে মিডিয়ায় সক্রিয় থাকবেন। এছাড়া, তিনি অন্যান্য সম্প্রচারমাধ্যমে কাজ করার সম্ভাবনাও রয়েছে।
তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত বিভক্ত হয়েছে। অনেকে লিনেকারের পদক্ষেপকে সাহসী বলে প্রশংসা করেছেন। আবার অনেকে বিবিসির পক্ষপাতহীনতা নীতিমালার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।