বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি বহিষ্কার
চট্টগ্রামের নেতাদের ঢাকায় তলব
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দুই দিনের ব্যবধানে পাল্টাপাল্টি বিবৃতি দিয়ে বহিষ্কার করা হয়েছে পাঁচ নেতাকে। বহিষ্কৃত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজা সংগঠনটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এ পরিস্থিতিতে বিরোধে জড়ানো নেতাদের ঢাকায় তলব করেছে কেন্দ্রীয় কমিটি।
সূত্র জানায়, গত ১৭ মে এক বিজ্ঞপ্তিতে মহানগর শাখার মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়। চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। লিজার মাদকসেবন ও অশালীন ভিডিও ছড়িয়ে পড়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণেœর দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। লিজার পাশাপাশি একই দিন পৃথক দুটি বিজ্ঞপ্তিতে চাঁদাবাজির অভিযোগে সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈম ও সংগঠক শাহরিয়ার সিকদারকেও বহিষ্কার করা হয়। এর এক দিনের ব্যবধানে মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবকে পাল্টা বহিষ্কার করেছে সংগঠনেরই একটি পক্ষ। যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে দুই শীর্ষ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী হেনস্তা ও অনৈতিক কর্মকা-ের অভিযোগ তোলা হয়।
রাহাদুল দাবি, আরিফ ও নিজাম নিজেদের মতো সিদ্ধান্ত নেয়, কাউকে পাত্তা দেয় না। দলীয় গ্রুপে আলোচনা করে না। তাই সর্বসম্মতভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
তবে আহ্বায়ক আরিফ মঈনউদ্দিন বলেন, একজন যুগ্ম সদস্য সচিব কাউকে বহিষ্কার করার এখতিয়ার রাখেন না। রাহাদুলকে আগেই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তার বন্ধু লিজাকে বহিষ্কার করায় সে প্রতিহিংসা করছে।
এদিকে, বহিষ্কৃত হয়ে লিজা বহিষ্কার আদেশকে চরিত্র হননের চেষ্টা উল্লেখ করে রবিবার আইনি নোটিশ পাঠিয়েছেন সংগঠনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিনকে। এতে আরও উল্লেখ করা হয়েছে, আরিফ মঈনুদ্দীন ও নিজাম তার মাদক সেবনের ও অসামাজিক জীবনযাপনের কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। এটা ব্যক্তিগত চরিত্র হননের শামিল ও সাইবার ট্রাইব্যুনাল আইনে অপরাধ। আইনি নোটিশে সাত দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সামাজিক ও ইলেকট্রনিক মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার আদেশ প্রচারের দাবি জানানো হয়েছে। অন্যথায় ফাতেমা আক্তার লিজা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।
পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনায় বিরোধে জড়ানো নেতাদের ঢাকায় তলব করেছে কেন্দ্রীয় কমিটি। এ বিষয়ে মহানগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, সাম্প্রতিক ঘটনায় আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। আমাদের ঢাকায় ডাকা হয়েছে। সোমবার রাত ১০টায় রূপায়ণ টাওয়ারে সভা হবে। আমরা পর্যাপ্ত তথ্যপ্রমাণ কেন্দ্রের কাছে উপস্থাপন করব এবং কেন্দ্রের সিদ্ধান্তনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করব।