টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই সেঞ্চুরিয়ান ইমন

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫, ২০:৪১
শেয়ার :
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই সেঞ্চুরিয়ান ইমন

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আমিরাত। তবে আগের ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন টাইগারদের একাদশে নেই।

আজ সোমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে গত শনিবার প্রথম টি–টোয়েন্টিতে ৫৪ বলে ১০০ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার ইমন। যেখানে প্রথম ম্যাচ থেকে মোট চারটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। বাদ পড়েছেন পারভেজ, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী ও হাসান মাহমুদ। দলে ঢুকেছেন শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা ও রিশাদ হোসেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজে একটি অতিরিক্ত ম্যাচ যোগ হয়েছে। এই সিরিজটি মূলত দুই ম্যাচের ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে একটি ম্যাচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমিরাজ বোর্ড।

আজ সোমবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আর নতুন সূচি অনুযায়ী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ২১ মে, বুধবার। উভয় ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাহিদ রানা।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, মুহাম্মদ জোহাইব, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মতিউল্লাহ খান, সাগির খান।