যে কারণে মদ্যপান ছেড়ে দিয়েছেন স্টোকস
ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া এবং আসন্ন ভারত সিরিজ ও বছরের শেষে অ্যাশেজে সম্পূর্ণ ফিট থাকার লক্ষ্য মদ্যপান সম্পূর্ণভাবে বন্ধ রেখেছেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক সম্প্রতি জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে তিনি মদ্যপান করছেন না।
এর আগে গত ডিসেম্বরে স্টোকস নিউজিল্যান্ড সফরে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। যার ফলে তিনি ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিলেন। তিনি জানান, চোট পাওয়ার কয়েক দিন আগে মদ্যপান করেছিলেন এবং সেই অভিজ্ঞতা তাকে ভাবতে বাধ্য করে যে জীবনযাপনে পরিবর্তন আনা প্রয়োজন। এই কারণে তিনি ২ জানুয়ারি থেকে মদ্যপান বন্ধ করার সিদ্ধান্ত নেন এবং পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তা বজায় রাখেন।
তারকা এই অলরাউন্ডার জানান, তিনি বর্তমানে শরীরচর্চা ও জিমে কঠোর পরিশ্রম করছেন যাতে মাঠে ফিরে নিজের সেরা পারফরম্যান্স দিতে পারেন। তিনি স্বীকার করেন, আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের উপর শারীরিক চাপ অনেক বেড়েছে, এবং নিয়মিত মদ্যপান করলে তা ক্ষতিকর হতে পারে।
উল্লেখ্য, ২০১৭ সালে ব্রিস্টলে এক মারামারির ঘটনায় স্টোকসের অতিরিক্ত মদ্যপানের বিষয়টি আলোচনায় এসেছিল। তবে বর্তমানে তিনি তার জীবনযাপনে পরিবর্তন এনে আরও পেশাদারিত্বের সঙ্গে ক্রিকেটে মনোনিবেশ করছেন।