এশিয়া কাপে ভারতের নাম প্রত্যাহারের বিষয়টি ভিত্তিহীন: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫, ১৮:৪০
শেয়ার :
এশিয়া কাপে ভারতের নাম প্রত্যাহারের বিষয়টি ভিত্তিহীন: বিসিসিআই

আগামী এশিয়া কাপে ভারতের নাম প্রত্যাহারের বিষয়ে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনকে ভিত্তিহীন ও কাল্পনিক বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির সেক্রেটারি দেবজিত সাইকিয়া স্পষ্টভাবে জানিয়েছেন যে, এশিয়া কাপ বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কোনো ইভেন্ট থেকে ভারতের নাম প্রত্যাহারের বিষয়ে বোর্ডে কোনো আলোচনা হয়নি, এমনকি কোনো আনুষ্ঠানিক বার্তাও পাঠানো হয়নি।

সাইকিয়া বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান মনোযোগ আইপিএল এবং পরবর্তী ইংল্যান্ড সিরিজের দিকে, যা পুরুষ ও নারী উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ।’

এর আগে ভারতীয় কিছু গণমাধ্যমে দাবি করেছিল যে, পাকিস্তানের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে বিসিসিআই এশিয়া কাপ ও নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিসিআই এই ধরনের খবরকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে।

এদিকে বর্তমানে এসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। এই প্রসঙ্গে কিছু সূত্র দাবি করেছিল যে, পাকিস্তানের নেতৃত্বাধীন এসিসির ইভেন্টে অংশগ্রহণ করা ভারতের পক্ষে গ্রহণযোগ্য নয়। তবে বিসিসিআইয়ে পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।