পিএসএলে ডাক পেলেন মিরাজও

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫, ১৩:২৩
শেয়ার :
পিএসএলে ডাক পেলেন মিরাজও

নিলামের মাধ্যমে বাংলাদেশ থেকে লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেনকে কিনে নিয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। লিটন চোটের কারণে ও নাহিদ বাংলাদেশের সূচি বাস্তবতার পর পেশোয়ার জালমির টিম কম্বিনেশনের কারণে খেলতে পারেননি। রিশাদ খেলেছেন ৫টি ম্যাচ। 

ভারতের সঙ্গে সংঘাতের পর স্থগিত হয়ে যায় পিএসএল। যুদ্ধবিরতির পর ফের টুর্নামেন্ট চালু হলে অনেক বিদেশিকে হারায় পিএসএল। এই বাস্তবতায় সাকিব আল হাসানকে দলে টেনেছিল রিশাদের দল লাহোর কালান্দার্স। এরই মধ্যে ক্লাবটির হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। প্লে-অফে পৌঁছেও গেছে লাহোর। এরই মধ্যে বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টেনেছে লাহোর। 

জানা গেছে, পিএসএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের আবেদন করেছেন মিরাজ। যেহেতু তিনি বর্তমান টি-টোয়েন্টি দলের স্কোয়াডে নেই, তাই তার অনাপত্তিপত্র অনায়াসেই পেয়ে যাওয়ার কথা। 

মিরাজকে লাহোর ডেকেছে মূলত সিকান্দার রাজার বদলি হিসেবে। জাতীয় দলের দায়িত্ব পালন করতে পিএসএল ছাড়তে হচ্ছে রাজাকে। গ্রুপপর্বে অপরিহার্য ক্রিকেটার রাজার অভাব পূরণ করতেই মিরাজকে ডেকেছে লাহোর। 

এই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ডাক পেলেন মিরাজ। তবে এখনো পর্যন্ত সব মিলিয়ে ১৫৩ টি-টোয়েন্টি খেলে ৭.৫৫ ইকোনমিতে নিয়েছেন ১০৭ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাট হাতে আছে ৭টি ফিফটিসহ আছে ২ হাজার ৯৯ রান।