মোস্তাফিজদের এক হারে প্লে-অফে গুজরাট, বেঙ্গালুরু ও পাঞ্জাব
চলতি আইপিএলে প্রথম ৬ ম্যাচের ৫টিই জিতেছিল দিল্লি ক্যাপিটালস। তখন পয়েন্ট টেবিলে তালিকার শীর্ষ দল ছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর যেন জেতা ভুলেই গেছে তারা। সবশেষ ৬ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে অক্ষর প্যাটেলের দল। সংঘাত শেষে দিল্লিতে ভিড়েছেন মোস্তাফিজুর রহমান। তবে তার হাত ধরেও ভাগ্য পরিবর্তন হলো না তাদের।
গতকাল রবিবার রাতে গুজরাট টাইটানসের বিপক্ষে ১০ উইকেটে হেরেছে দিল্লি। যদিও প্রথম ব্যাট করে স্কোরকার্ডে কম রান যোগ করেনি দিল্লি। লোকেশ রাহুলের অপরাজিত ১১২ রানের ওপর ভর করে গুজরাটের সামনে ২০০ রানের লক্ষ্য দিয়েছিল দলটি। তবে এতে শেষরক্ষা হয়নি।
নান্দনিক ব্যাটিংয়ে দিল্লির ১৯৯ রানকে মামুলি বানিয়ে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি। হাতে তখনো বাকি পুরো ১ ওভার। সাই সুদর্শন ৬১ বলে ১০৮ রানে ও অধিনায়ক শুভমান গিল ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন। ৪টি ছক্কা মারা সুদর্শনের স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংস। অধিনায়ক গিল মেরেছেন ৭টি ছক্কা।
৩ ওভারে ২৪ রান দিয়ে দিল্লির সবচেয়ে সফল বোলার মোস্তাফিজই। গুজরাট ৩ ওভারে ৪৩ রান তোলার পর বোলিংয়ে এসেছিলেন মোস্তাফিজ। প্রথম ওভারে মাত্র ৬ রান দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৭ রান দেন এই বাঁহাতি পেসার। ব্যক্তিগত তৃতীয় ওভারে তাকে আনা হয় দলীয় ১৬তম ওভারে। যদিও ১৫ ওভারে ১৫৪ রান করে তখন জয় অনেকটাই দেখছে গুজরাট। সেই ওভারে প্রথম দুই বলে চার হজম করলেও শেষ ৪ বলে দেন মাত্র ৩ রান।
এই জয়ে চলতি আইপিএলে নিজেদের প্লে-অফ খেলা নিশ্চিত করল গুজরাট। শুধু তারাই নয়, প্লে-অফ নিশ্চিত হয়েছে পয়েন্ট টেবিলের দুই ও তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসেরও।