পাকিস্তানে ‘বাচ্চার মতো কেঁদেছে’, রিশাদের সেই মন্তব্যে কারেনের প্রতিবাদ
সবকিছু ঠিকঠাক চললেও ভারত-পাকিস্তান সংঘাত এলোমেলো করে দেয় সবকিছু। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করতে বাধ্য হয় দুই দেশ। যদিও যুদ্ধবিরতির পর পুনরায় লিগ শুরু করেছে দুই দেশ।
সংঘাতের মধ্যেই পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরের অংশে আঘাত হেনেছিল ভারতীয় ড্রোন। এই ঘটনার পর পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন আর নাহিদ রানাও তখন রাওয়ালপিন্ডিতে ছিলেন। পরে সংযুক্ত আরব আমিরাত হয়ে বাংলাদেশ পা রাখেন তিনি।
পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ। একই দলে খেলেছেন নিউজিল্যান্ডের ড্যারিয়েল মিচেল ও ইংল্যান্ডের টম কারেন। পাকিস্তান থেকে ফিরে দুবাইয়ের বিমানবন্দরে পাকিস্তান ছাড়ার বর্ণনায় রিশাদ বলেছিলেন, ‘সে (টম কারেন) বিমানবন্দরে গিয়েছিল কিন্তু শুনেছিল যে বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এরপর সে ছোট বাচ্চাদের মতো এমনভাবে কাঁদছিল, তাকে সামলাতে দুই-তিনজন লেগেছে।’
সেদিনের ঘটনা বর্ণনায় ইনস্টাগ্রামে কারেন রিশাদের সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। দাবি করেছেন, তিনি সেসময় কাঁদেননি। কারেন বলেছেন, ‘পিএসএল আবার শুরু হতে দেখে আমি খুশি, এবং দুটি বিশেষ দেশের মধ্যে শান্তির জন্য প্রার্থনা করছি। কিন্তু আমি কসম কেটে বলছি, আমি (সেদিন) কাঁদিনি; (ঘটনা মোকাবেলায়) প্রস্তুত ছিলাম (হাসির ইমোজি)।’
রিশাদ অবশ্য মিচেল ও কারেনকে নিয়ে তার মন্তব্যের জন্য পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে।’
দুঃখপ্রকাশ করে রিশাদ আরও বলেছিলেন, ‘আমার কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি। কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি আমি। সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি (লাহোর) কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি- যেখানে আমরা সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই। পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি।’
প্রসঙ্গত, যুদ্ধবিরতির পর গতকাল শনিবার থেকে আবারও শুরু হয়েছে পিএসএল। আগামী ২৫ মে টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে।