যে মাইলফলকে টি-টোয়েন্টি ইতিহাসের নবম ব্যাটার ভিন্স
পাকিস্তান-ভারত সংঘাত শেষে এখন চলছে যুদ্ধবিরতি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় গতকাল থেকেই শুরু হয়েছে আইপিএল ও পিএসএল। গতকাল পাকিস্তানের লিগে পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছিল করাচি কিংস। যেখানে দুর্দান্ত ব্যাটিং করেছেন করাচির ইংলিশ তারকা জেমস ভিন্স।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান করে করাচি। যেখানে ৪২ বলে ৭২ রানের নান্দনিক এক ইনিংস খেলেছেন ভিন্স। এর মাধ্যমে দারুণ একটি মাইলফলকও স্পর্শ করা হলো এই ইংলিশ ব্যাটারের। টি-টোয়েন্টি ইতিহাসের নবম ব্যাটার হিসেবে ১২ হাজার রান পূর্ণ করেছেন তিনি। ইংলিশ ব্যাটারদের মধ্যে তৃতীয় হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি।
পুরুষ টি-টোয়েন্টিতে সর্বাধিক রান
ক্রিস গেইল - ৪৫৫ ইনিংসে ১৪৫৬২ রান
অ্যালেক্স হেলস - ৪৯০ ইনিংসে ১৩৬১০ রান
শোয়েব মালিক - ৫১৫ ইনিংসে ১৩৫৭১ রান
কাইরন পোলার্ড - ৬১৭ ইনিংসে ১৩৫৩৭ রান
বিরাট কোহলি - ৩৯৩ ইনিংসে ১৩৩৯১ রান
ডেভিড ওয়ার্নার - ৪০৬ ইনিংসে ১৩১৫৮ রান
জস বাটলার - ৪২০ ইনিংসে ১২৬১৩ রান
রোহিত শর্মা - ৪৪৬ ইনিংসে ১২১৩০ রান
জেমস ভিন্স - ৪১৬ ইনিংসে ১২০১৩ রান
প্রসঙ্গত, পেশোয়ারের বিপক্ষে গতকাল ২৩ রানের জয় পায় করাচি। দলটির ২৩৭ রানের জবাবে ২১৪ রানে থামে পেশোয়ার। করাচির হয়ে ভিন্স ছাড়াও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৫০ বলে ৮৬, মোহাম্মদ নবী ১০ বলে ২৬ ও খুশদিল শাহ ১৫ বলে ৪৩ রান করেন। অন্যদিকে, পেশোয়ারের হয়ে ৯৪ রান করেন বাবর আজম।