সংস্কারের জন্য নির্বাচন থেমে থাকতে পারে না
তারুণ্যের সমাবেশে সালাহউদ্দিন আহমেদ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই সরকারের একমাত্র ম্যান্ডেট স্বচ্ছ-নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। আমরা বলেছিলাম, নির্বাচনমুখী জরুরি সংস্কার করে অগ্রাধিকার ভিত্তিতে আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার একটি ধারাবাহিক কার্যক্রম। সংস্কারের জন্য নির্বাচন থেমে থাকতে পারে না। গতকাল শনিবার বিকালে খুলনার সার্কিট হাউস মাঠে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। খুলনা ও বরিশাল বিভাগের বিপুলসংখ্যক তরুণ নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদের আমরা এই জায়গায় দেখতে চাইব। ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার সরকারকে লোকজন বলছে এনসিপি-মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান। তারা উপদেষ্টা এবং এনসিপি সংগঠন করেন। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাদের দুজনকে পদত্যাগ করতে বলুন। পদত্যাগ না করলে আপনি বিদায় করুন।’
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী কীভাবে নিরাপত্তাসংক্রান্ত রিপোর্ট প্রদান করবে। তিনি রোহিঙ্গা, মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
জাহাজ-লঞ্চে করে যোগ দেন আড়াই হাজার নেতাকর্মী : শনিবার দুপুর ১২টার দিকে ভোলা থেকে আগত একদল তরুণ খুলনায় পৌঁছান। তারা জাহাজ ও লঞ্চে এ দীর্ঘ পথ পাড়ি দেন। যাত্রা শেষে মঞ্চ ফাঁকা পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন, স্লোগান দেন ও স্মরণীয় মুহূর্তের ছবি তুলে রাখেন। ভোলার যুবকদের নেতৃত্বে থাকা যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন, দৌলতখান, ভোলা, উলানিয়াসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় আড়াই হাজার নেতাকর্মী খুলনায় আসেন। কেউ আগের রাতেই পৌঁছে হোটেলে অবস্থান করেন, কেউ-বা লঞ্চেই অবস্থান করেন। খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও দলে দলে তরুণরা সমাবেশস্থলে যোগ দেন।