রেকর্ড ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান ইমন
দলের হয়ে একাই লড়ে গেলেন পারভেজ হোসাইন ইমন। দলের অন্যরা যখন যাওয়া-আসার তালে ছিলেন, তখন ব্যাট হাতে ছক্কার ফুলঝুরি ছোটালেন এই বাঁহাতি ব্যাটার। গুনে গুনে ৯ বার বল পাঠালেন সীমানা দঁড়ির ওপর দিয়ে। পেয়ে গেলেন দারুণ এক সেঞ্চুরিও। তার এই শতকের ওপর ভর করেই আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে বাংলাদেশ।
ইমন ছাড়া বাংলাদেশের হয়ে বিশ রানের গন্ডিও পেরোতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। আমিরাতের হয়ে ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন মুহাম্মদ জাওয়াদউল্লাহ।
আজকের আগে সবশেষ ৭ ম্যাচে মাত্র ৮৮ রান করেছিলেন ইমন। আজ সেঞ্চুরি হাঁকিয়ে সেই ব্যর্থতা ভুলিয়ে দেন এই তরুণ ব্যাটার। ইনিংসের শেষ ওভারে জাওয়াদউল্লাহর বলে আউট হওয়ার আগে ৫৪ বলে কাটায় কাটায় ১০০ রান করে আউট হন তিনি।
দুর্দান্ত এই ইনিংস খেলার পথে ৯টি ছক্কার পাশাপাশি ৫টি চার মারেন ইমন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত বেশি ছক্কা আগে কেউ মারতে পারেননি। এর আগে সর্বোচ্চ ছক্কা ছিল রিশাদ হোসেনের, ৭টি। ৬টি ছক্কা দুইবার মেরেছিলেন জাকের আলী।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিও। এর আগে ওমানের বিপক্ষে ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।