বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশে কাদের রাখলেন বাবর

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, ১৬:৩৮
শেয়ার :
বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশে কাদের রাখলেন বাবর

পাকিস্তানের ব্যাটার বাবর আজম যেভাবে আগাচ্ছিলেন, তাতে সর্বকালের অন্যতম সেরা হওয়ার দৌড়েও তাকে দেখছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে শেষ কয়েক বছরে একদমই ফর্মে নেই তিনি। টি-টোয়েন্টিতে একটা সময় পর্যন্ত পঞ্চাশের ওপর গড় থাকলেও সেটি এখন চল্লিশের নিচে নেমে গেছে। তাই নিজের পছন্দের বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশে নিজেকেই রাখেননি বাবর। 

নিজের পছন্দের একাদশে দুজন পাকিস্তানি ক্রিকেটার হিসেবে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানকে জায়গা দিয়েছেন বাবর। যেখানে প্রতিবেশী ভারত থেকেও বেছে নিয়েছেন টপ অর্ডারের দুই ব্যাটার রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে। যদিও হাল আমলের সেরা বোলার জাসপ্রিত বুমরাহকে একাদশে জায়গা দিতে পারেননি তিনি। 

বাবরের একাদশে ভারত ও পাকিস্তান ছাড়াও দুইজন করে জায়গা পেয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে। বাকি একজন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। বর্তমানে পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাবর। জালমি টিভির এক পডকাস্টে নিজের পছন্দের এই একাদশ নির্বাচন করেন তিনি। 

বাবর আজমের বিশ্বসেরা একাদশ

রোহিত শর্মা (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), সূর্যকুমার যাদব (ভারত), জস বাটলার (ইংল্যান্ড), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা), রশিদ খান (আফগানিস্তান), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ও মার্ক উড (ইংল্যান্ড)।