তিন দিন দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ-নাহিদ

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, ১৫:২৫
শেয়ার :
তিন দিন দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ-নাহিদ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বুধবার দলের প্রথম বহরের অন্য অনেকের সঙ্গেই দেশ ছাড়েন রিশাদ হোসেন ও নাহিদ রানা। তবে অন্যরা স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে বিমানবন্দর থেকে বের হলেও তখন অনুমতি পাননি রিশাদ ও নাহিদ। 

প্রায় তিন রাত আটকে থাকার পর গতকাল শুক্রবার রাতে দুবাই বিমানবন্দর ত্যাগ করতে পারেন রিশাদ ও নাহিদ। আজ শুরু হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টিতে খেলতেও পারবেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এই তথ্য জানা গেছে। 

রিশাদ ও নাহিদকে আটকে রাখার সুনির্দিষ্ট কোনো কারণ জানে না বিসিবি। জানা যায়, সবাই বের হতে পারলেও তাদের দুইজনকে বের হতে না দিয়ে ওপরে নিয়ে যাওয়া হয়। প্রথমে বিষয়টি নিয়ে যোগাযোগই করতে পারেনি বিসিবি। পরে আমিরাত ক্রিকেট বোর্ড ও সেদেশে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে অনেক যোগাযোগ করে গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটায় রিশাদ ও নাহিদকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হয়। 

এক সপ্তাহের মধ্যেই দুবার দুবাই বিমানবন্দর ব্যবহার করতে হয়েছে রিশাদ ও নাহিদকে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ার পর গত ৯ মে রাতে পাকিস্তান ছেড়ে দুবাইয়ে যান তারা। বিসিবির ধারণা, ওই সময়েই কাগজপত্রে কোনো ঝামেলা হয়েছিল এই দুজনের। 

প্রসঙ্গত, আজ রাত নয়টায় শারজায় শুরু হবে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। পরে আগামী সোমবার একই সময়ে, একই মাঠে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে।