৭ ক্লাবের কাড়াকাড়ি, রিয়ালেই ভিড়লেন হুইসেন
চলতি মৌসুমে রক্ষণে বেশ আগোছালো ছিল রিয়াল মাদ্রিদ। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। তাই নতুন একজন সেন্টার ব্যাক নিয়েছে রিয়াল। ২০৩০ সাল পর্যন্ত বোর্নমাউথের ফুটবলার ডিন হুইসেনকে দলে ভিড়িয়েছে তারা।
দলবদলের বাজারে বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। ৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের মাধ্যমে দলে ভেড়ানো হয়েছে হুইসেনকে। কিছুদিন পর রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার। গতকাল রাতে লন্ডনে হুইসেনের মেডিকেল পরীক্ষা ও কাগজপত্রের কাজ সারা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসলসহ প্রায় ৭টি ক্লাব হুইসেনকে পাওয়ার জন্য ওঁত পেতে ছিল। তবে সবাইকে পেছনে ফেলে রিয়ালই বাগিয়ে নিল তাকে। এর মাধ্যমে ঘরেও ফেরা হলো হুইসেনের।
নেদারল্যান্ডসে জন্ম হলেও স্পেনে বেড়ে উঠেছেন হুইসেন। মারবেলার কোস্তা ইউনিদা সিএফ ও মালাগার যুব দলে খেলেছেন ২০ বছরের এই তরুণ। গত গ্রীষ্মের দলবদলে ১২ দশমিক ৬ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে বোর্নমাউথে যোগ দিয়েছিলেন তিনি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলে ৩ গোল পেয়েছেন তিনি।
চলতি মৌসুমে মাদ্রিদের সই করা দ্বিতীয় খেলোয়াড় হচ্ছেন হুইসেন। এর আগে লিভারপুল থেকে আরেক ডিফেন্ডার টেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে দলে টানে রিয়াল। হুইসেনকে দলে ভেড়ানোর পেছনে বড় ভূমিকা রেখেছেন আগামী মৌসুমে রিয়ালের কোচ হতে যাওয়া জাবি আলোনসো।
হুইসেনকে জাতীয় দলে খেলানোর জন্য টানাটানি লেগেছিল নেদারল্যান্ডস ও স্পেনের। তবে বেড়ে ওঠার দেশ স্পেনকেই বেছে নিয়েছেন হুইসেন। ২০২৫ সালের মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষেই অভিষেক হয় তার।