বৈভব কি আসলেই এসএসসি পরীক্ষায় ফেল করেছেন
আইপিএলে খেলা রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আসরটির মেগা নিলামে ১ কোটি ১০ লক্ষ রুপিতে দল পেয়েই হইচই ফেলে দিয়েছিল সে। পরে আইপিএলে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরি করে পুরো ক্রিকেটবিশ্বেরই নজরে চলে আসে বৈভব।
এবার ক্রিকেট নয়, মাঠের বাইরের কারণে বেশ আলোচনায় এসেছে বৈভব। ক্রিকেটের পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যেতে হয় তাকে। তবে একটি তথ্য ছড়িয়ে পড়েছে, ক্রিকেটের মতো পড়ালেখায় সফল হতে পারেনি বৈভব। ফেল করেছে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায়।
‘স্যাটিরোলজি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে বৈভবের দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ফেল করার বিষয়ে শেয়ার করা হয়। কিন্তু, ব্যাঙ্গাত্মক এই পোস্টকেই অনেকেই গুরুত্বের সঙ্গে নেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।
পোস্টে বলা হয়, ‘একটি আশ্চর্যজনক ঘটনা, ১৪ বছর বয়সী ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী, যে সম্প্রতি আইপিএলে রেকর্ড ভাঙা পারফরম্যান্স দিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন, সে দশম সিবিএসই বোর্ড পরীক্ষায় ফেল করেছে বলে জানা গেছে। অস্বাভাবিক পদক্ষেপ হিসেবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তার উত্তরপত্রটি যথাযথভাবে যাচাই করা হয়নি দাবি করে ডিআরএসের মতো করে পুনরায় মূল্যায়ন করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।’
কিন্তু একই পোস্টে এটিও স্পষ্ট করা হয়েছে যে খবরটি আসলে ‘বাস্তব নয়’। পোস্টটিতে লেখা হয়, ‘এটি আসল খবর নয়। এই পোস্ট এবং পেজটি সম্পূর্ণরূপে ব্যঙ্গাত্মক। এই পোস্টটি কেবল বিনোদনের উদ্দেশ্যে তৈরি।’ পোস্টটিতে আরও লেখা হয়েছে।
আসল সত্য কী?
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, বৈভব বর্তমানে তাজপুরের মোডেস্টি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। অতএব, দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তার ফেল করার প্রশ্নই ওঠে না।